অবশেষে জয়ের দেখা পেল চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দল

 

স্টাফ রিপোর্টার: ৩৭তম জাতীয় ক্রিকেট লিগের খেলায় অবশেষে জয়ের দেখা পেল চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার পিরোজপুর স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে রাজবাড়ী জেলা দলের বিপক্ষে সবকটি উইকেট হারিয়ে চুয়াডাঙ্গা জেলাদল সংগ্রহ করে ৯৫ রান। জবাবে রাজবাড়ী জেলাদল ৭০ রানে অলআউট। ফলে চুয়াডাঙ্গা জেলা দল ২৫ রানের প্রথম জয়ের স্বাদ পায়।  চুয়াডাঙ্গা  দলের অধিনায়ক সাজু ২৫ ও সহ-দলনায়ক ইমরান ৮ রান করে। এ ছাড়া চুয়াডাঙ্গার পক্ষে ২টি করে উইকেট দখল করে শাকিল আক্তার ও কাজী সুমন। নিজেদের দ্বিতীয় ম্যাচে গত পরশু সোমবার লক্ষ্মীপুর জেলা দলের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারের খেলায় চুয়াডাঙ্গা জেলা দল ৫৮ রানে অলআউট হয়। অবশ্য ২ ওভার হাতে রেখেই লক্ষ্মীপুর জেলাদল জয় নিশ্চিত করে।   গতকালে ম্যাচে জয়লাভ করায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।