ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের কারখানা শ্রমিক আওয়াল হোসেন গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ গতকাল সামবার সকালে মিলের আবাসিক এলাকার (ই-টাইপ) বিল্ডিংয়ের সিঁড়িঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত আওয়াল হোসেন মোবারকগঞ্জ চিনিকলের টারবাইন ডিজেল ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী জানান, রাতে ডিউটি শেষে কারখানা থেকে বাড়ি ফেরে আওয়াল হোসেন। এরপর রাতের কোনো এক সময় ঘরের সামনে সিঁড়ির সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে প্রতিবেশীরা মৃতদেহ ঝুলতে দেখে কালীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালমর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলমা জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ এখনো দেয়নি।