আলমডাঙ্গার ঘোলদাড়ির মধুপুর গ্রামের এক শিশু ধর্ষণ অপচেষ্টার শিকার : অভিযুক্তকে ধরে গণধোলাই শেষ পুলিশে সোপর্দ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের মধুপুর গ্রামের এক শিশু ধর্ষণ অপচেষ্টার শিকার হয়েছে। এলাকাবাসী অভিযুক্তকে ধরে গণধোলাই শেষে ঘোলদাড়ি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে। গতকাল বিকেল ৪টার দিকে ৩য় শ্রেণির স্কুলছাত্রী প্রতিবেশীর বাড়িতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে লম্পট ওই শিশুর গলাই ধারলো হেঁসো ও মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়।

অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার মধুপুর গ্রামের মেয়ে বলেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। বিকেল ৪টার দিকে বাড়ির পাশের এক প্রতিবেশীর বাড়িতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। এ সময় ৬ ঘরি গ্রামের মৃত মসলেমের ছেলে বিল্লাল (৫০) টয়লেটে ঢুকে হাতে থাকা হেঁসো স্কুলছাত্রীর গলাই ধরে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে বিল্লাল পালিয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে গ্রামবাসী বিল্লালকে ধরে গণধোলাই দিয়ে বেঁধে রাখে। সংবাদ পেয়ে ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করে। এ ব্যাপারে স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।