আর্থিক শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা সক্রান্ত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

 

সরোজগঞ্জ প্রতিনিধি: লেখা পড়া করো সঞ্চয় করো, স্বাগত ভবিষ্যৎ সম্ভাবনাকে এগিয়ে নিই এরি আলোকে গতকাল শরিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ সরকারের স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের আর্থিক শিক্ষা কর্মসূচির আওতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. চুয়াডাঙ্গা শাখার  উদ্যোগে  সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. চুয়াডাঙ্গা এভিপি শাখার প্রধান মাহমুদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জনতা ব্যাংক লি. চুয়াডাঙ্গা এরিয়া অফিসের এজিএম নুরুল ইসলাম। বক্তব্য রাখে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. চুয়াডাঙ্গা এসপিও শাখার ম্যানেজার আজিজুল ইসলাম, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সিনিয়র অফিসার হারুন অর রশিদ, আব্দুল জব্বার, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর জব্বার, বিশ্বনাথ ঘোষ, শফিকুর ইসলাম, পরিচালনা কমিটির সদস্য জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সিনিয়র অফিসার শামসুল আলম।