জীবননগর ঘুগরাগাছিতে পাউয়ারটিলারের ধাক্কায় শিশু নিহত

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীববনগর উপজেলার রায়পুর ইউনিয়নের ঘুঘরাগাছি গ্রামে ভুট্টা বোঝাই পাউয়ারটিলারের ধাক্কায় আতিকা খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আতিকা ওই গ্রামের বদর উদ্দীন খার মেয়ে।
জীবননগর থানার ওসি (তদন্ত) মামুন-অর-রহমান জানান, গতকাল দুপুরে উপজেলার ঘুঘরাগাছি গ্রামের পার্শ্ববর্তী মাঠ থেকে একটি পাউয়ারটিলার ভুট্টা বোঝাই করে আসছিলো। এসময় রাস্তার ধারে খেলা করছিলো শিশু আতিকা। আকস্মিকভাবে শিশুটি পাউয়ারটিলারের সামনে আসলে টিলারটি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহত আতিকাকে উদ্ধার করে এলাকাবাসী জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়ার পথে সে মারা যায়। শিশু আতিকার মর্মান্তিক এ মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোকে পাথর হয়ে গেছে তার পিতা-মাতা।

Leave a comment