অটিজম সচেতনতায় চ্যাম্পিয়ন সায়মা ওয়াজেদ

অটিজম সচেতনতায় চ্যাম্পিয়ন সায়মা ওয়াজেদ

মাথাভাঙ্গা মনিটর: অটিজম নিয়ে দৃঢ়ভাবে কাজ করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেনকে নির্বাচিত করেছে। গতকাল শনিবার সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি কার্যালয় এ ঘোষণা দেয়। অটিজম অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পুতুলের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো, শিশুদের দুর্ভোগের জায়গাগুলো চিহ্নিত করে সমাধান করা এবং তাদের বাবা-মা ও যত্নকারীদের নিয়ে বিভিন্ন উদ্যোগের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যাকে এ সম্মাননা দেয়া হয়েছে বলে জানায় সংস্থাটি। উল্লেখ্য, সায়মা ওয়াজেদ হোসেন দীর্ঘদিন ধরে অটিজম আক্রান্ত শিশু, তাদের পিতা-মাতা ও রোগীদের যত্নকারীদের মধ্যে রোগটি নিয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে আন্দোলন করে আসছেন। বিশ্বব্যাপীও শিশুদের মানসিক স্বাস্থ্য, অটিজমসহ নানা বিষয়ে আয়োজিত সভা, সেমিনারে অংশ নিয়ে জনমত গঠন করে আসছেন।

 

কলম্বিয়া ভূমিধসে ১৪ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পুটুমায়োতে ভূমিধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। গতকাল শনিবার এক কর্মকর্তা জানিয়েছেন, ভারীবর্ষণে সৃষ্ট ভূমিধসে আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। জানা গেছে, সারারাত ধরে চলা ভারীবর্ষণে নদীর পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে ১ লাখ মানুষের শহর প্রদেশের রাজধানী মোকোয়াতে ভূমিধসের সৃষ্টি হয়। কলম্বিয়ার ডিজাস্টার রেসপন্স টিমের প্রধান কার্লোস ইভান মার্কেজ বলেন, অবস্থা খুবই গুরুতর। কমপক্ষে ১৪ থেকে ১৬ জন মারা গেছে যাদের মধ্যে শিশু ও বৃদ্ধ রয়েছে। নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মোবাইলফোনের ভিডিওতে দেখা যায়, ভূমিধসে বিপর্যস্ত মানুষ মধ্যরাতে বাড়ি ছেড়ে বের হয়ে আশ্রয়ের খোঁজ করছে। কমপক্ষে দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনির্দিষ্টসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছে।

 

২৭ জঙ্গি হত্যা করেছে আফগান সামরিক বাহিনী

মাথাভাঙ্গা মনিটর: আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (এএনএসএফ) ২৪ ঘণ্টার মধ্যে সানা দেশে ২৭ জন জঙ্গিকে হত্যা করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার একথা জানায়। জঙ্গি দমন অভিযানের দৈনিক হালনাগাদ তথ্য জানিয়ে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী ও আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার শত্রুদের কাছ থেকে কয়েকটি এলাকা মুক্ত করতে গত ২৪ ঘণ্টায় এএনএসএফ বেশ কয়েকটি সন্ত্রাস-বিরোধী অভিযান পরিচালনা করে ২৭ জনকে হত্যা ও অপর ছয়জনকে আটক করেছে। বিৃবতিতে বলা হয়, দেশের ৩৪টি প্রদেশের ১১টি পরিচালিত এসব অভিযানে ১৭ জন জঙ্গি আহত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা বাহিনী কয়েকটি গাড়ি বোমা, তিনটি মোটরসাইকেল ও সন্ত্রাসীদের দুটি আস্তানা ধ্বংস করে এবং বেশ কিছু হালকা ও ভারী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

 

মালয়েশিয়ার অভিবাসন বন্দিশালায় দুই বছরে ১৭ বাংলাদেশির মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার বিভিন্ন অভিবাসন বন্দিশালায় গত দুই বছরে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের এক নথিতে বলা হয়েছে, বিভিন্ন রোগ ও অজ্ঞাত কারণে মোট ১১৮ বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে ওই সময়ে। একটি বার্তাসংস্থার  খবরে বলা হয়েছে, ২০১৫ সালে ৮৩ ও ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬৩ জন মিয়ানমার, ১৭ জন বাংলাদেশ, ১০ জন ইন্দোনেশিয়া, ছয়জন ভারত এবং ৪ জন পাকিস্তানের নাগরিক। বাকিরা কম্বোডিয়া, নাইজেরিয়া, নেপাল, থাইল্যান্ড, ফিলিপাইনস, শ্রীলঙ্কা, কেনিয়া ও তাঞ্জানিয়ার নাগরিক। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী দেশটিতে চার লাখের মতো বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে ভালো সংখ্যক বাংলাদেশির বৈধ কাগজপত্র নেই। দেশটিতে প্রায় অবৈধ বিদেশি নাগরিকদের আটক করে অভিবাসন বন্দিশালায় রাখা হয়।

 

মেঝের রক্ত কার জানতে ৭০ ছাত্রীকে নগ্ন!

মাথাভাঙ্গা মনিটর: স্কুলের শৌচাগারের মেঝে আর দেয়ালে লেগে থাকা রক্ত চোখে পড়েছিল হোস্টেলের এক ওয়ার্ডেনের। দেখেই তিনি বুঝতে পেরেছিলেন এটা ঋতুস্রাবের রক্ত। কিন্তু স্কুলের কোন ছাত্রী এই কাণ্ড ঘটিয়েছে? কে শৌচাগার নোংরা করেছে? তা জানতে পারেননি তিনি। আর এটি নিশ্চিত হতে এবং সেই ছাত্রীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে একে একে স্কুলের ৭০ জন ছাত্রীকে দাঁড় করিয়ে নগ্ন করে তল্লাশি চালান ওই ওয়ার্ডেন। ছাত্রীদের অভিযোগ, নগ্ন করেই তাদের দীর্ঘ সময় শ্রেণিকক্ষে বসিয়ে রাখা হয়। গত বৃহস্পতিবার ভারতের মোজাফফরনগর জেলার কস্তুরবা গাঁধী গার্লস আবাসিক স্কুলে এ ঘটনা ঘটে। বিষয়টি ছাত্রীরা তাদের অভিভাবকদের জানানোর পর তারা স্কুলে এসে বিক্ষোভ করেন। পরে চাপের মুখে স্কুল কর্তৃপক্ষ ওই ওয়ার্ডেনকে সাময়িক বরখাস্ত করেছে।