জীবননগর হাসাদাহ প্রীতি ফুটবল ম্যাচ খেলার অনুষ্ঠিত

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেলে ৫টার সময় এক প্রীতি ফুটবল ম্যাচ খেলার আয়োজন করা হয়। খেলায় হাসাদাহ রেনেসার্স ক্লাব একাদশ ও কুসুমপুর একাদশকে ৭-১ গোলে পরাজিত করে। হাসাদহ একাদশের হয়ে গোল করেন রাসেল ৩, রাজু ২ গোল করেন, সাদ্দাম ১ ও শাহীন ১ গোল করেন। রেফারির দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন বিশারত ও মোস্তাক।