চুয়াডাঙ্গার ছাগল ফার্মের কাছে দীর্ঘদিন ধরে অবৈধ যানবাহনে চাঁদাবাজির অভিযোগ
স্টাফ রিপোর্টার: সড়কে চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গা বাগানপাড়ার তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে চাঁদাবাজির সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এরা দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ছাগল ফার্মের কাছে অবৈধ যানবাহনে চাঁদাবাজি করে আসছিল। ঘটনার দিন ইজিবাইকের এক যাত্রীর কাছ থেকে ৭ হাজার টাকা চাঁদা নেয় ওই যুবকরা। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছে।
পুলিশসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা বাগানপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে রনি (২৪), এমতাদুল হকের ছেলে রকি (২৭) ও মৃত আবু বকরের ছেলে বাচ্চু (৩২) দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের ছাগল ফার্মের কাছে দাঁড়িয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছিলো। এরা নসিমন, করিমন, আলমসাধু, ভটভটি, পাখি ভ্যান, ইজিবাইক, লাটাহাম্বার, পাউয়ারটিলারসহ সকল অবৈধ যানবাহন থেকে চাঁদাবাজি করে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলো সাধারণ মানুষ। এরা অনেক যানবাহন থেকে যাত্রীদের নামি দিয়ে অপদস্ত করতো। এমনকি প্রকাশ্যে রাস্তার ধারে বেঞ্চ পেতে বসে হাতে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে থাকতো। অবৈধ যানবাহন এলেই থামিয়ে ১০ টাকা থেকে ২০ টাকা হারে চাঁদা তুলতো। কেউ না দিতে চাইলেই তার ওপরে উঠতো লাঠি। এলাকার সাধারণ মানুষ এসব অভিযোগ করেছে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই সুপ্রভাত সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার চাঁদাবাজির সময় হাতেনাতে ওই তিন যুবককে আটক করেন। তিনি জানান, ইজিবাইকের এক যাত্রীর কাছ থেকে ওই যুবকরা মঙ্গলবার ৭ হাজার টাকা চাঁদাবাজি করে। গ্রেফতারের পার পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। গতকাল বুধবার গ্রেফতারকৃত তিন যুবককে পুলিশ আদালতে সোপর্দ করে।