গাংনী প্রতিনিধি: মেহেরপুরে গাংনীতে বিএনপির পোস্টার সাটাতে দেয়নি পুলিশ। গতকাল বুধবার দুপুরে গাংনী শহরের পোস্টার লটকানোর সময় পুলিশ তা কেড়ে নেয় বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপি প্রকাশিত বর্তমান সরকার ও বিএনপি সরকারের শাসনামলের দ্রব্য মূল্যের চিত্র ‘বাজারে আগুন বিপর্যস্ত জনজীবন’ এবং ১৯ দফা উল্লেখ করে ‘বেগম জিয়ার ডাক’ শিরোনামের পোস্টার বিভিন্ন স্থানে লটকাচ্ছিলেন নেতাকর্মীরা।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, নেতাকর্মীদের সাথে নিয়ে উত্তরপাড়া থেকে পোস্টার লাগানো শুরু করি। কাথুলী মোড় এলাকায় পৌঁছুলে গাংনী থানা পুলিশের কয়েকজন সদস্য সেখানে গিয়ে বাধা দেয়। ওপর মহলের নির্দেশ রয়েছে উল্লেখ করে এ কার্যক্রম এখনই বন্ধের নির্দেশ দেন। কিন্তু নেতাকর্মীরা তা মানতে চায়নি। এক পর্যায়ে ভ্যানের ওপর থাকা পোস্টার ও পোস্টার লটকানোর সরঞ্জাম কেড়ে নেয় পুলিশ। পোস্টার লাগানো কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সভাপতি আক্তারুজ্জামান, ষলটাকা ইউপি বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কাউন্সিলর সাহিদুল ইসলাম, ইনামুল হক, ধানখোলা ইউনিয়ন সভাপতি মুস্তাক আহম্মেদ, ৯ নং ওয়ার্ড যুবদল সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা হুমায়ন কবির ও আবু সাইদসহ নেতৃবৃন্দ।
বর্তমান সরকারের লোকজন মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে তার কোনো প্রমাণ নেই উল্লেখ করে আমজাদ হোসেন বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে নীল নকশা করছে সরকারি দলের লোকজন। তারই অংশ হিসেবে বিএনপিকে মাঠে বাধা দেয়া হচ্ছে। তিনি এর তীব্র প্রতিবাদ জানান।
অভিযোগ অস্বীকার করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কখন পুলিশ পোস্টার কেড় নিলো? তারাতো পোস্টার লাগিয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ সঠিক নয়। ভেত