মেহেরপুরের চাঁদবিলে শুরু হয়েছে দুই দিনব্যাপী লালন উৎসব

 

মেহেরপুর অফিস: বাউল সম্রাট লালন শাহ’র ১২৩তম তিরোধান দিবস উপলক্ষে মেহেরপুর চাঁদবিলে শুরু হয়েছে দুই দিনব্যাপী লালন উৎসব। গতকাল বুধবার সন্ধ্যায় লালন উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল। সভাপতিত্ব করেন মায়ের দান শান্তি আশ্রমের সভাপতি রফিক-উল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রুহুল কুদ্দুস টিটো, আমঝুপি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মতিউল আশরাফ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। লালনের আধ্যাতিকতা ও সাইজীর বাণী সবার কাছে ছড়িয়ে দেবার লক্ষ্যে অনিল ফকিরের আশ্রমে প্রতি বছরেই আয়োজন করা হয় এ লালন উৎসবের। শুধু এ জেলা নয় দেশের বিভিন্ন জেলা থেকে অগনিত লালন ভক্ত ছুটে আসেন এখানে। গানে গানে সাইজির দর্শন প্রচার করেন তারা। উৎসবের প্রধান আকর্ষণ বিখ্যাত পালাগান শিল্পী খোরশেদ আলম ও তার দল। এছাড়াও স্থানীয় লালন শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করবেন। উৎসব চলবে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত।