স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর ও আলুকদিয়া বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে ভালাইপুরে দুটি খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য এবং আলুকদিয়া বাজারে একটি দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গার কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সদস্য সাইদুর রহমান জানান, ভালাইপুর বাজারে শান্তি হোটেলকে ২ হাজার টাকা এবং বিছমিল্লাহ হোটেলকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। পরে আলোকদিয়া বাজারে গরীবে নেওয়াজ স্টোরে অভিযান চালিয়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও ক্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।