রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ৩

 

স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটি শহরে কলেজ গেট এলাকায় একটি বসতঘরের ওপর পাহাড় ধসে মাটি চাপা পড়ে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘরের মালিক শামসুল আলম, নির্মাণশ্রমিক কালু মালাকার ও মো. হানিফ। আহত ব্যক্তির নাম মো. ফারুক। তার পরিচয় জানা যায়নি।  প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সেমি পাকা ওই বসতঘরের দেয়াল নির্মাণকাজ চলার সময় পাহাড়ের মাটি ধসে ঘরের মালিকসহ তিনজন মাটি চাপা পড়েন। খবর পেয়ে সেনাবাহিনী-ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয় জনগণ এসে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানিয়েছেন, অসচেতনভাবে বসতঘরের পাশে পাহাড়ের মাটি কেটে দেয়াল নির্মাণ করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে তারা উদ্ধার কাজ শুরু করেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।