মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জোড়গাছা গ্রামের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিতার পিতা বাদী হয়ে গ্রামের সোহাগ নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গত রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষক পালিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের কন্যাশিশুকে (৭) বাড়িতে একা পেয়ে একই গ্রামের খাইরুলের ছেলে সোহাগ (২০) ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। ধর্ষক পালিয়ে যায়। গত ১০ মার্চ শিশুর পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হাকিম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করান গত রোববার।