নারীর প্রতি সহিংসতা ও মানবপাচার প্রতিরোধে গাংনীতে আলোচনাসভা

 

গাংনী প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা ও মানবপাচার প্রতিরোধে মেহেরপুর গাংনীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার বামন্দী কার্যালয়ে গতকাল রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম। বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর উম্মে সালমা, সহ সমন্বয়কারী (অর্থ ও প্রশাসন) ফরহাদ আলী খান ও প্রজেক্ট অফিসার মানছুরা মুক্তা। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারী অধিকার নিশ্চিতে করণীয় নিয়ে আলোকপাত করেন বক্তারা।