গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে শাহানাজ খাতুন নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা। গ্রেফতারকৃত শাহনাজ খাতুন উপজেলার সীমান্তবর্তী গাড়াবাড়িয়া গ্রামের আলোচিত মাদকব্যবসায়ী জাকিরুলের স্ত্রী। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের নামেই মামলা দায়ের করেছে পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল গতকাল রোববার ভোরে জাকিরুলের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জাকিরুল। পুলিশ তার বাড়ি তল্লাশি করে ৫ কোজি ৫০ গ্রাম গাঁজাসহ তার স্ত্রীকে গ্রেফতার করে। গতকালই এ বিষয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে জাকিরুল ও তার স্ত্রী শাহনাজকে আসামি করা হয়। ওই মামলার আসামি হিসেবে শাহনাজকে আদালতে সোপর্দ করা হয়েছে।