আন্দুলবাড়িয়া বন্ধু কল্যাণ সংগঠনের উদ্যোগে ইউএনও নুরুল হাফিজকে সংবর্ধনা

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বন্ধু কল্যাণ সংগঠনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় উপলক্ষে আলোচনাসভা অনুুষ্ঠিত হয়। অনলাইন টাইম টিভি চেয়ারম্যান ও বন্ধু কল্যাণ সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন শান্ত’র সভাপতিতে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পাঁকা আলিয়া মাদরাসার সুপার মাও. ওহেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহাসীন আলী খান, সাংবাদিক নারায়ণ ভৌমিক, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক চাষি মোল্লা আলতাব হোসেন ফেলা, আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এসএম আশরাফুজ্জামান টিপু, সাহিত্যিক আজিজ মোহাম্মদ জুনিয়ার ও বন্ধু কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা ফয়েজ আহম্মদ প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলী আহম্মদ, রবিউল খান, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, ফজলুর রহমান খান, সাইদুর রহমান বাবু, রফিকুর রহমান লাবুসহ সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, সংগঠনের সভাপতি খান তারিক মহামুদ।