স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ার টিটনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে হানুরবাড়াদীর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়ার ছাগলাপাড়ার রাশিদুল ইসলামের ছেলে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশ্যপ্রহরী টিটন। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই আল ইমারন তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় বলে তিনি জানান।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, পুলিশ যখন তাকে আটক করে সে সময় টিটনের কাছ থেকে পুলিশ গাঁজা ও ইয়াবা উদ্ধার করে। অজ্ঞাত কারণে পুলিশ ইয়াবার কথা অস্বীকার করছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের পদস্থ কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।
এদিকে গতকাল শনিবার টিটনকে ৩৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।