চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার: গ্রামের হাতুড়ে ডাক্তারের ওপর ভরসা করে স্বামী হারা হলেন চুয়াডাঙ্গা জেলা সদরের বাষট্টি আড়িয়ার নাজেরা খাতুন। তার স্বামী দবির উদ্দীন (৪৩) ডায়রিয়া আক্রান্ত হয়ে তিনদিন গ্রামের রফিক ডাক্তারের চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া দূরের কথা অবশেষে গতকাল মারা গেছে। মারা যাওয়ার ঘণ্টাখানেক আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক বলেন, রোগী হাসপাতালে নিতে বড্ড দেরি হয়ে গেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের বাষট্টি আড়িয়ার মৃত মহিন ম-লের ছেলে দবির উদ্দীন তিনদিন আগে ডায়রিয়া আক্রান্ত হন। গ্রামের রফিক ডাক্তারের নিকট থেকে চিকিৎসা নেয়া হয়। বাড়িতেই রেখে চিকিৎসা চলে। সুস্থতা দূরের কথা অবস্থা যখন বেগতিক হয়ে পড়ে তখন রোগীকে নেয়া হয় হিজলগাড়িতে ডা. রাজিবুলের চেম্বারে। তিনি গতকাল সন্ধ্যায় রোগী দেখে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তির পরামর্শ দেন। হাসপাতালে নেয়ার ঘণ্টা খানেকের মাথায় রোগী মারা যান। রোগী মারা যাওয়ার পর চিকিৎসকেরা গ্রাম্য হাতুড়ে ডাক্তারের অদক্ষতা আর পরিবারের অসচেতনতাকেই দায়ি করেন।