সুন্দরবন এক্সপ্রেসে একা কন্যা শিশু : চুয়াডাঙ্গা সদর থানায় দিলেন এক যাত্রী

রহমান রঞ্জু: বয়স টেনেটুনে তিন বছর। অতোটুকু কন্যা শিশুকে ট্রেনের কামরায় বসে কাদতে দেখে হাতগুঁটিয়ে বসে থাকেননি চুয়াডাঙ্গা সিনেমাহলপাড়ার আশরাফুল হক স্বপন। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা টু খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস থেকে শিশুকে নামিয়ে নিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় পৌঁছে দেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে কন্যা শিশু নাম বলেছে, জান্নাত। বাবার নাম সাগর, মায়ের নাম সাথী। বাড়ি কিশোরগঞ্জ। বাবাই ঢাকা থেকে ওই ট্রেনে তুলে দিয়েছে বলে জান্নাত জানালেও বিশ্বাস করা কঠিন। একেতো জান্নাতের আনুমানিক ৩ বছর। অতোটুকু বয়সে কি বলতে কি বলছে তার সব কিছু বুঝে ওঠা যাচ্ছে না। বাবা মায়ে মোবাইফোন নম্বরও সে জানে না। পরিবহন শ্রমিক ধর্মঘটের কারণে ট্রেনে উপচেপড়া ভিড়। ভিড়ের কারণেই কি শিশু জান্নাত পিতা মাতাকে হারিয়েছে? নাকি আড়ালে অন্য কিছু? সদর থানা পুলিশ ক্ষতিয়ে দেখতে শুরু করেছে।