ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের একটি খাবারের হোটেল থেকে নাসিমা আক্তার আল্লাদি (৪৩) নামে এক নারী মাদকব্যবসায়ীকে র্যাব আটক করেছে। তিনি কালীগঞ্জ উপজেলার কাশিপুর মাঠপাড়া গ্রামের তানভির আহম্মেদ পলাশের স্ত্রী। র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার ঝিনাইদহ র্যাব-৬’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি উৎপল কুমার রায়ের নেতৃত্বে র্যাব সদস্যরা বিষয়খালী বাজারের একটি খাবারের হোটেলে অভিযান চালায়। সেখানে আটকের পর আসামির দেহতল্লাশি করে ৮৫০ গ্রাম গাঁজা এবং ১টি মোবাইলফোন উদ্ধার করা হয়। আল্লাদীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯’র (১) টেবিলের ৭(ক) ধারায় মামলা করা হয়েছে।