সড়ক দুর্ঘটনায় করণীয় দিকগুলো তুলে ধরে চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিসের প্রদর্শনী মহড়া

 

স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় করণীয় দিকগুলো তুলে ধরে চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিসের প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতরাত ১২টায় থেকে রাত ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই মোড়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক দুর্ঘটনা করণীয় শীর্ষক উদ্ধার অভিযান কৌশলগুলো তুলে ধরা হয়। মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহা. আব্দুস সালাম, পরিদর্শক মো. আব্দুস ছালাম ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. মোখলেছুর রহমানসহ ২১ জন সদস্য এতে অংশ নেন। গভীররাতে মহড়া চলাকালে সাইরেনের শব্দে এলাকাবাসী মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে স্থানীয় পুলিশ ক্যাম্প ও পত্রিকা অফিসে মোবাইলফোনে বিষয়টি জানতে চান।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহা. আব্দুস সালাম বলেন, সারাদেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের প্রথমে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। সারা দেশব্যাপী নির্দেশনা অনুযায়ী প্রতি জেলায় এখন থেকে একাধিক ফায়ার স্টেশনের কর্মীরা সড়ক দুর্ঘটনারোধে করণীয় বিশেষ মহড়া করা হচ্ছে। তারই আলোকে এ মহড়ার আয়োজন। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত। বাস্তবে তারা কোথায় দুর্ঘটনা হলে সেখানে তাদের কাজের আরও দক্ষতা বৃদ্ধি পায় সে লক্ষ্যে এ মহড়ার আয়োজন। কোনো সড়কে দুর্ঘটনা হলে একাধিক ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার করে প্রাথমিক ব্যবস্থা করতে পারে তারই একটি মহড়া সম্পন্ন করা হলো।