স্টাফ রিপোর্টার: প্রতিষ্ঠার ৪৮ বছর পর চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজে নতুন শহীদ মিনারে প্রথমবারের মতো অমর একুশে এবার পালন করা হচ্ছে। এটাই দর্শনায় কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে পরিচিতি পেয়েছে। গতকাল রোববার দুপুরে শহীদ মিনারে চলছিলো শেষ মুহূর্তের রঙের কাজ। কাল মঙ্গলবার সকাল ৮টায় এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে সংসদ সদস্য হাজি আলী আজগার টগর কেন্দ্রীয় শহীদ মিনারটি উদ্বোধন করবেন ।
দর্শনার রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি লিমিটের আখচাষীরা ১৯৬৯ সালে দর্শনা ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৪ সালের ১৪ নভেম্বর কলেজটি সরকারি করণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে দর্শনা পৌর মাঠে স্থাপিত শহীদ মিনারে অমর একুশের শ্রদ্ধা নিবেদন করা হতো। গত ১০ জানুয়ারি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের ব্যক্তিগত উদ্যোগে এবং অর্থায়নে দর্শনা সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
দর্শনা পৌর আওয়ামী লীগ নেতা আলী মুনসুর বাবু জানান, দর্শনা সরকারি কলেজে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে ব্যয় হয়েছে ৮ লাখ টাকা। স্থানীয় সংসদ সংদস্যের ব্যক্তিগত অর্থায়নে শহীদ মিনারটি স্থাপিত হচ্ছে।
দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আজিজুর রহমান জানান, দর্শনা সরকারি কলেজে নবনির্মিত শহীদ মিনারটি প্রথম শহীদ মিনার। এর আগে পাশ্ববর্তী পৌর মাঠে অবস্থিত শহীদ মিনারে অমর একুশের শ্রদ্ধা নিবেদন করা হতো।