দামুড়হুদার নতিপোতায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নতিপোতা চৌরাস্তার মোড়ে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ। বিশেস অতিথি ছিলেন ইউপি সদস্য আমিরুল ইসলাম ঠা-ুু, ভগিরথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই শাহাবুদ্দিন, আ.লীগ নেতা আব্বাস আলী, মোহাম্মদ আলী, বিল কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আ. আলিম, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আ. মজিদ, মাহাবুল ইসলাম, একরামুল হক, মিরাজুল ইসলাম, পিন্টু, মধু বিশ্বাস, মজিবার রহমান, তহিদুল ইসলাম, আ. হান্নান, ইকতার প্রমুখ। দোয়া পরিচালনা করেন নতিপোতা সাত শহীদিয়া কওমী মাদরাসার মুহতামিম মাও. মো. শহিদুল ইসলাম ও আব্দুল আলিম।

Leave a comment