চুয়াডাঙ্গার বদরগঞ্জ-কুতুবপুর সড়কে সন্ধ্যারাতে মাছ ব্যবসায়ীদের নিকট থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুতুবপুর গ্রামের মাছ ব্যবসায়ীরা ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুতুবপুরের মাছ ব্যবসায়ীরা বদরগঞ্জ বাজারে মাছ বিক্রি করে আলমসাধু যোগে বাড়ি ফেরার পথে বদরগঞ্জ-কুতুবপুর সড়কের মর্তুজাপুর মাঠের মধ্যে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী আলমসাধুর  গতিরোধ করে। তাদের কাছে থাকা নগত ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাছ ব্যবসায়ী মৃত আকবর আলীর ছেলে বকতিয়ার, সন্তশ হালদারের ছেলে কৃষ্ণ হালদার মৃত আবজার আলীর ছেলে ইবাদুল, আব্দুর রহমানের ছেলে রুহুল আমিন, রতন আলীর ছেলে সাইদুর বদরগঞ্জ বাজারে মাছ বিক্রি করে একই গ্রামের রেজাউলের ছেলে হাসানের আলমসাধু যোগে বাড়ি ফিরছিলেন। মর্তুজাপুর মাঠের মধ্যে একদল ছিনতাইকারী আলমসাধু গতিরোধ করে। তাদের নিকট থাকা মাছ বিক্রির ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এই বিষয়ে কুতুবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মফিজ উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি জানান, লোকমুখে খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে উপস্থিত হয়। ছিনতাইয়ের কোনো পাওয়া যায়নি। এছাড়া কুতুবপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মাছের আড়তদার দের নিকট টাকা বাকি পড়াই তারা নিজেরাই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।