ভ্রাম্যমাণ সংবাদদাতা: সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে কাউন্সিল মোড়ে সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আজ সাংবাদিকরা সরকারি দলের নেতাকর্মীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে। সাংবাদিক শিমুল হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। কোনো গণতান্ত্রিক সরকারের আমলে সাংবাদিক নির্যাতন গ্রহণযোগ্য নয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. আমজাদ হোসেন, অ্যাড জাহিদুর রহমান মুকুল, সাংবাদিক অরন্য আতিক, হাশেম রেজা, তুহিন রেজা, মাহবুবুর রহমান মনি, মেহেদি হাসান মিলন, আহাদ আলী রফিকুল ইসলাম, সালেকিন সাগর, সালাউদ্দিন, মানবাধিকার কর্মী শফিউদ্দিন ও দোস্ত মোহাম্মদ প্রমুখ।