দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অপহরণ মামলার ২ আসামি গ্রেফতার

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার কোমরপুর থেকে অপহরণ মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে  পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- হোসেন মল্লিক ও নুর ইসলাম। গত সোমবার রাতে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে গ্রামের স্কুল ছাত্র অনিক অপহরণের অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়েনর কোমরপুর গ্রামের মাকসেদুল ইসলামের ছেলে স্কুলছাত্র অনিক (১৪) তিন মাস আগে নিখোঁজ হয়। এ ঘটনায় অনিকের পিতা মাকসেদুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। দামুড়হুদার মডেল থানা পুলিশ এক সপ্তাহ আগে কুড়–লগাছির সদাবরির মাঠ থেকে স্কুলছাত্র অনিককে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে অনিক বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সে সময় অপহরণকারীদের নাম ঠিকানা জানায়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গত সোমাবার রাতে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে কোমরপুরে অভিযান চালান। এ সময় কোমরপুর গ্রামের কোবাদ আলী মল্লিকের ছেলে হোসেন আলী মল্লিক ও একই গ্রামের আজিল মল্লিকের ছেলে নুর ইসলামকে গ্রেফতার করা হয়।