মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা দায়রা জজ ডিএম মোড়ল বলেছেন, আইনি সহায়তা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জেলা ও দায়রা জজ ডিএম মোড়ল গতকাল শনিবার মেহেরপুর মুজিবনগর পর্যটনকেন্দ্রে জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন আইন সহায়তা প্রদান কার্যক্রমের তদারকি ও মূল্যায়ন সম্পর্কিত এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে ওই কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী জজ ফারুক ইকবাল, সহকারী জজ সৈয়দ মোস্তফা রেজানুর, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. কলিমউদ্দিন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ।