জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাণ্ডারদহ বাওড়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গায় অনাবৃষ্টির খাল-বিল জলাশয় শুকিয়ে গোচারন ভূমিতে পরিণত হচ্ছে। ফলে মাছ উৎপাদন কমে যাওয়ায় জেলার বাইরে থেকে মাছ আমদানি করে আমিষের চাহিদা পূরণ করা হচ্ছে। জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার ফলে কিছুটা হলেও এলাকায় আমিষের চাহিদা পূরণ হবে। এ সময় ভাণ্ডারদহ বাওড়ে ২শ কেজি রুই জাতিয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোহা. বজলুর রশিদ, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সদর উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক শহিদুল ইসলাম, সমবায় অফিসার মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোয়াজ্জেম হোসেন। এছাড়াও একই দিনে সরজগঞ্জ তহসিল অফিস পুকুরে ৮ কেজি, আকন্দবাড়ীয়া রজনীগন্ধা আবাসন পুকুরে ৫ কেজি, চিত্রা নদী জালশুকা ব্রিজ মুখে ১শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।