জীবননগর ব্যুরো: জীবননগরে মহিলা সমাবেশে বর্তমান সরকারের বিগত ৩ বছরের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরা হয়েছে। গতকাল শনিবার পৌরসভার ৭ নং ওয়ার্ড হাইস্কুলপাড়ায় এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর রিজিয়া বেগমের সভাপতিত্বে মহিলা সমাবেশে বর্তমান সরকারের বিগত ৩ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। সমাবেশে দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই এ কথা তুলে ধরে বক্তব্য রাখেন শাহিনূর খাতুন, মনোয়ারা খাতুন, সফুরা বেগম ও সুফিয়া খাতুন। ডিজিটাল বাংলাদেশ গড়তে বক্তরা আগামী দিনের নির্বাচনে পুনরায় মহাজোট সরকারকে নির্বাচিত করার আহ্বান জানানো হয়।