আলমডাঙ্গায় তিন নেশাখোরকে আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরে রাতের আঁধারে নেশা করে মাতাল অবস্থায় ঘুরে বেড়ানোর সময় তিন নেশাখোরকে আটক করেছে। গত শুক্রবার রাতে শহরের বিভিন্ন জায়গা থেকে আটক করে। আলমডাঙ্গা উপজেলার ডামোশ গ্রামের মজিবর রহমানের ছেলে হায়দার (৪৫) একই গ্রামের মইজুদ্দিনের ছেলে আশাবুল (৩৫) শুক্রবার রাতে গাঁজা থেকে মাতলামির করার সময় আলমডাঙ্গা থানার এসআই সাজ্জাদুর রহমান তাদের আকট করে নিয়ে আসে। এছাড়াও ঝিনাইদহ জেলার সাধুহাটি গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে বশির আহমেদ (৩০) আলমডাঙ্গায় হেরোইন খেয়ে মাতাল অবস্তায় ঘুরে বেড়ানোর সময় আটক করে। গতকাল মনিবার তাদেরকে নেশা করার দায়ে ৩৪ ধারায় জেলহাজতে প্রেরণ করেন।