দামুড়হুদায় ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণকালে এমপি আলী আজগার টগর
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলাকে ভিক্ষুকমুক্ত করণ ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সহায়ক উপকরণ হিসেবে হাউলী ইউনিয়নের ৯৬ ভিক্ষুক ও হতদরিদ্রদের মাঝে ছাগল, মুরগী, ভ্যানগাড়ি, প্লাস্টিকের বালতিসহ সাংসারিক নিত্য প্রয়োজনীয় মালামাল বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে সহায়ক ওই সকল উপকরণ বিতরণ করেন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুস, চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেখ সমসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, দামুড়হুদা উপচেজলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, জেলা পরিষদের নবনির্বচিত সদস্য জাফর আলী ও দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য নিজাম উদ্দীন, শাহজামাল, রিকাত আলী, শহিদুল ইসলাম, আব্দুল হান্নান, সেলিম উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর উপস্থিত ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের যাতে আর ভিক্ষাবৃত্তি করতে না হয় সে লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, বিধবাভাতা থেকে শুরু করে সরকারি সব ধরনের সুযোগ সুবিধার আওতায় এনে পর্যায়ক্রমে সকল ভিক্ষুককে পুনর্বাসন করা হবে। দামুড়হুদা উপজেলায় মোট ৫৬৫ ভিক্ষুকের মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে ১৮০ জনকে বয়স্কভাতা, ১৬০ জনকে বিধবাভাতা, ৫০ জনকে প্রতিবন্ধীভাতা এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসের মাধ্যমে ১৭৫ জনকে ভিজিডি প্রদান করা হয়েছে। উপজেলায় তালিকাভূক্ত সকল ভিক্ষুককে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকার নির্ধারিত ১০ টাকা কেজি দরের চাল প্রদান করা হচ্ছে। এছাড়া উপজেলা উন্নয়ন তহবিল থেকে ভিক্ষুকদের কর্মস্থান ও পুনর্বাসনের জন্য ২ লাখ টাকা রবাদ্দ দেয়া হয়েছে। তিনি ভিক্ষুকদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন বাংলাদেশ শীঘ্রই মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।