দামুড়হুদা থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং : ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

দামুড়হুদা প্রতিনিধি: আঞ্চলিক মহাসড়কে অবৈধযান নসিমন, করিমন, আলমসাধু ও ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চলাচলের ওপর নিষেধাঞ্জা আরোপ করে দামুড়হুদা থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নির্দেশে ওই মাইকিং করা হয়। এছাড়া থানা পুলিশ কর্তৃক আটক ৫ আলমসাধু, ৮ করিমন এবং ২ ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চালককে ভ্যাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আলমসাধু প্রতি ৫শ টাকা, করিমন প্রতি ৩শ এবং পাখিভ্যান প্রতি ২শ টাকা করে জরিমানা আদায় করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান গতকাল সন্ধ্যায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, চুয়াডাঙ্গাসহ ১০ জেলার মহাসড়কে নসিমন, করিমন, আলমসাধু, ভডভটি চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশের হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের প্রতি হাইকোর্ট থেকে নির্দেশনা দেয়া হয়েছে। ওই নির্দেশনা বাস্তবায়ন করতেই মাইকিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।