স্টাফ রিপোর্টার: ইবাদত-বন্দেগি, জিকির-আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। আজ রোববার কাঙ্ক্ষিত আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫২তম বিশ্ব ইজতেমার আসর। আজ বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনাকারী ভারতের হযরত মওলানা মোহাম্মদ সা’দ দ্বিতীয় পর্বেও তাত্পর্যপূর্ণ আখেরি মোনাজাত পরিচালনা করবেন। আখেরি মোনাজাতে দেশ-বিদেশের প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে লাখ লাখ মুসল্লির উদ্দেশে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান করা হয়। বাদ ফজর বয়ান করেন ভারতের হযরত মাওলানা জমশেদ আলী, বাদ জোহর ভারতের হযরত মাওলানা মোহাম্মদ মোরসালিন, বাদ আসর ভারতের হযরত মাওলানা মো. ইউসুফ আলী ও বাদ মাগরিব ভারতের হযরত মাওলানা মোহাম্মদ সা’দ বয়ান করেন। ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশে প্যান্ডেলে তাশকিলের কামরা স্থাপন করা হয়েছে। প্রতিটি খিত্তায় তাশকিলের জন্য বিশেষ স্থান রাখা হয়েছে। বিভিন্ন মেয়াদে আল্লাহর রাস্তায় বের হতে ইচ্ছুকরা নাম তালিকাভুক্ত করে সেখানে অবস্থান করছেন। কাকরাইলের মসজিদের মুরুব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের দেশের বিভিন্ন অঞ্চলে দ্বীনের খেদমতে পাঠানো হবে।
টঙ্গী হাসপাতালে ভর্তি: গতকাল শনিবার পর্যন্ত টঙ্গী হাসপাতালে ৭৯০ জন মুসল্লিকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। এ হাসপাতালে ৪৪ জন মুসল্লি চিকিত্সাধীন রয়েছেন। উন্নত চিকিত্সার জন্য ১৭ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশে স্বাস্থ্যবিভাগের চারটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৬ হাজার মুসল্লিকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
ইজতেমা ময়দানে মুসল্লির মৃত্যু: ইজতেমা ময়দানে শুক্রবার রাতে জয়নাল আবেদীন (৭০) নামে এক মুসল্লি ইন্তেকাল করেছেন। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ডোমারকান্দার উত্তর সালুয়া গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সীর ছেলে। শনিবার রাতে জয়নাল আবেদীন ইজতেমা ময়দানে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণ: আখেরি মোনাজাত উপলক্ষে পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, শনিবার মধ্যরাত থেকে আখেরি মোনাজাত শেষে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত, টঙ্গী-কালীগঞ্জ সড়কের মিরেরবাজার থেকে স্টেশন রোড পর্যন্ত, কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত এবং বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকা কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। প্যান্ডেলের ভিতর ও বাইরে মুসল্লিবেশে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রায় এক হাজার সদস্য।
বিশেষ ট্রেন: আখেরি মোনাজাত উপলক্ষে রেলওয়ে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে। ইজতেমায় আগত যাত্রীদের কথা বিবেচনায় রেখে টঙ্গী রেলওয়ে জংশনে অতিরিক্ত টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
মোনাজাতে অতিরিক্ত মাইক: আখেরি মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদফতর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নিয়েছে। জেলা তথ্য অফিস জানিয়েছে, গণযোগাযোগ অধিদফতর ইজতেমা ময়দান থেকে আবদুল্লাহপুর ও বিমানবন্দর রোড পর্যন্ত এবং গাজীপুর জেলা তথ্য অফিস ইজতেমা ময়দান থেকে চেরাগাআলী, টঙ্গী রেলস্টেশন, স্টেশন রোড ও আশপাশের অলিগলিতে পর্যাপ্ত মাইক সংযোগের ব্যবস্থা করেছে। গত ১৩ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে ঢাকা ও গাজীপুরসহ ১৬ জেলার মুসল্লিরা অংশ নেন। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয় প্রথম পর্ব। চার দিন পর শুক্রবার শুরু হয় দ্বিতীয় পর্ব।