আলমডাঙ্গা ব্যুরো: দেশীয় যন্ত্রসঙ্গীত দিয়ে আলমডাঙ্গায় উন্নয়ন মেলার ২য় দিনের সাংস্কৃতিক আসর মাতালেন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের শিল্পীরা। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা চত্বরে অনুষ্ঠিত ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার ২য় দিনের সাংস্কৃতিক আয়োজনে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ সঙ্গীত পরিবেশন করে। পাশ্চাত্যের সাঙ্গিতিক যন্ত্র ব্যবহার না করে এ সাংস্কৃতিক সংগঠনটি সম্পূর্ণ দেশি যন্ত্র ব্যবহার করে সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে দর্শক-শ্রোতা মাতিয়েছেন। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সঙ্গীত শিক্ষক রেজাউল করিম উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সঙ্গীত অনুষ্ঠানের শুভসূচনা করেন। পরে একে একে সঙ্গীত পরিবেশন করেন নজরুল সঙ্গীত শিক্ষক কমলকান্তি চক্রবর্তী, সংগঠনের সভাপতি আশরাফুল হক লুলু, ডাক্তার আতিক বিশ্বাস, তবিবুর রহমান মাস্টার, আবু বকর সিদ্দিকী, নিশি, তৃপ্তি, হুসাইন, রিংকি প্রমুখ। যন্ত্রসঙ্গীতে ছিলেন হারমনিয়ামে কমলকান্তি চক্রবর্তী, তবলায় মাহফুজুল হক তুষার, বংশিবাদনে গোলাম মওলা, দোতারায় নজরুল ইসলাম, করতালে তাজুল ইসলাম ও আশরাফুল হক পান্না।
মাহফুজ মোল্লার উপস্থাপনায় এ দর্শক-শ্রোতানন্দিত এ অনুষ্ঠানটি অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে উপভোগ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, উপজেলা কৃষি অফিসার হাসিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলি সুপ্রিয় মুখার্জী, প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমুজ্জামান, মৎস্য অফিসার ময়নুল ইসলাম, সমাজসেবা অফিসার আবু তালেব, পরিসংখ্যান অফিসার রাশেদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম, এস আই পিয়ার আলী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।