ঝিনাইদহে ৭১ টিভির রাজিব হাসানকে শুভেচ্ছাসহ লালন শাহর স্মারক প্রদান

 

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে লালনের ওপর একাধিক প্রতিবেদন প্রচার হওয়ায় ৭১ টিভির রাজিব হাসানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। ঝিনাইদহের হরিশপুরে মরমী সাধক লালন শাহর ওপর ৩ দিনব্যাপী স্মরণ উৎসবে একাত্তর টিভির জেলা প্রতিনিধি রাজিব হাসানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। গত সোমবার সন্ধ্যায় লালন স্মরণ উৎসবের ধারাবাহিক প্রতিবেদনে একাত্তরে প্রচারের স্বীকৃতি স্বরুপ তাকে আয়োজক কমিটি শুভেচ্ছা স্মারক প্রদান করে। সাংবাদিক রাজিব হাসানকে এ শুভেচ্ছা স্মারক তুলে দেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. এমএ মজিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার ও সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিমসহ অনান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় রাজিব হাসান তার অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। শনিবার থেকে বাউল স¤্রাট লালন শাহর পুন্যভূমি হরিশপুর গ্রামে ৩ দিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু হয়।

Leave a comment