আন্দুলবাড়িয়া প্রতিনিধি: মোবাইলফোনের মেমরীতে ছবি দেখার নাম করে এক ছেলের নিকট থেকে মোবাইলফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার পথিমধ্যে জনতা ৩ উঠতি বয়সীকে পাকড়াও করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কের বেলতলা রেলগেটের অদূরে জনতা পাকড়াও করে গণধোলাই দিয়ে ছেড়ে দিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত সিলিন্দিপাড়া গ্রামের নুরুল হকের ছেলে রাশেদ (১৫)। সে বিকাল ৪টার দিকে আন্দুলবাড়িয়া বাজার থেকে সরোজগঞ্জ পথ দিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে বাজদিয়া আদিবাসীপাড়ার নিকট পৌঁঁছুলে বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে আসা ৩ উঠতি বয়সী যুবক গতিরোধ করে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে রাশেদ বলছে, ৩ যুবক ছবি দেখিযে ছালমা নামের এক ছাত্রীর অবস্থান জানতে চায়। চিনি না জানালে মোবাইলফোনটি চায়, মেমরি চেক করার নামে মোবাইলফোন হাতে নিয়ে মোটরসাইকেলযোগে আন্দুলবাড়িয়া বাজারের দিকে পালায়। নাবালক ছেলের কান্নাকাটি দেখে পথচারীরা পিছু ধাওয়া করে। সড়কের বেলতলা রেলগেটের অদূরে লতিফ মিয়ার গোডাউনের সামনে পৌঁছুলে জনতা তাদের আটক করে। এ সময় ৩ মোবাইলফোন ছিনতাইকারী নিজেদের পরিচয় দিতে গিয়ে বলছে, নাম রাশেদুজ্জামান (২৩), পিতা খাইরুল ইসলাম, গ্রাম বাদেমজু, আব্দুল আলীম (২৪), পিতা আব্দুল হামিদ, গ্রাম- ডাউকি, হাচিবুল ইসলাম (২২), পিতা রহিম ম-ল, গ্রাম কামালপুর, উপজেলা আলমডাঙ্গা। অবশেষে জনতা গণধোলাই দিয়ে ছেড়ে দেয়।