পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের চ-িপুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে আরিফ হোসেন (৩০) আমেরিকায় পাঠানোর নামে আলমডাঙ্গা আইলহাঁস গ্রামের মহিউদ্দীনের ছেলে আব্দুস সামাদের কাছ থেকে ৩ মাস আগে ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আব্দুস সামাদ অভিযোগের বর্ণনা দিতে গিয়ে বলেন, আরিফ আমেরিকায় থাকে। একদিন আমার পিতা মহিউদ্দীনের কাছে বলে চাচা আমিতো আমেরিকার বাসিন্দা হয়ে গেছি। আমেরিকা থেকে আমার মালিক বেশ কিছু শিক্ষিত ছেলে নেবে। আপনার ছেলে সামাদকে পাঠান। আমি সব লাইন করে দেবো। আমেরিকায় ১৮ লাখ টাকা করে লাগে আপনি চেনা জানা লোক ৮ লাখ টাকা দেবেন, আমি বাদবাকি দিয়ে পাঠিয়ে দেবোনি। আরিফ আরও বলে আমেরিকায় ৩ লাখ টাকা করে মাসিক বেতন ভাতা পাবে। এসব কথায় আমার পিতা বিশ্বাস করে। ৩ মাস আগে প্রথমে ৭০ হাজার টাকা নেয়, অনলাইনে কাগজপত্র তোলার জন্য। মাস খানেক পর আবার আরিফ আমার কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। মোট ৯০ হাজার টাকা একটি স্ট্যাম্পে লেখা পড়া করে দিই। এভাবে আরিফ একের পর এক দিন দেয়। হঠাত করে আমি আর আমার স্ত্রীর সাথে করে চ-িপুরে আরিফের বাড়িতে আরিফের খোঁজে গেলাম আরিফের বাড়িতে ঢুকতেই চোখে পড়ে বাড়ির সামনে উপচে পড়া মানুষের ভিড়। জিঙ্গাসা করা হয় ভিড় জমানো মানুষের কাছে তারা একাকজন বলে বাড়ি ফরিদপুর-কুষ্টিয়া-নোয়াখালি। তারা বলে ভাই আরিফ আমাদের আমেরিকায় পাঠানোর নামে করে, ৮ লাখ, ৭ লাখ, ৬ লাখ করে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাই সন্ধানে সন্ধানে আরিফের বাড়িতে এসেছি। তবে সামাদ আরও বলে আরিফ একটি পূবালী ব্যাংকের ১ লাখ টাকার চেক দেয় তাকে। ওই চেক নিয়ে ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে আরিফের একাউন্টে কোন টাকা নাই বলে জানা যায়। পরে আরিফের আর কোথাও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে এই বিষয়ে আমি প্রার্থমিকভাবে পদ্মবিলা ইউপিতে অভিযোগ করেছি।