মসজিদের দানবাক্স ভেঙে চুরির অপচেষ্টা : পুলিশ দেখে পলায়ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা গোরস্তান জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরির অপচেষ্টা চালানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর পালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। তারা বলেছেন, চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা গোরস্তান জামে মসজিদের সামনেই আছে একটি দানবাক্স।  সোমবার দিনগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে উক্ত মসজিদের ইমান মো. হারুন অর রশীদ বাইরে শব্দ পেয়ে ঘুম থেকে ওঠেন। দেখেন দানবাক্সের তালা ভাঙার চেষ্টা করছে দুজন। ইমাম সাহেব তাদেরকে জিজ্ঞেস করা মাত্রই মুখোশধারী দুজন চোর ইমাম সাহেবের  দিকে এগিয়ে এসে তাদের কাছে থাকা বড় একটা অস্ত্র বের করে মসজিদের ঈমাম হারুন অর রশীদকে ভয় দেখাতে থাকে এবং বাইরে আসতে নিষেধ করে। এভাবে চোরের সাথে ইমামের বাগবিত-ার এক পর্যায়ে দুর থেকে পুলিশের গাড়ির সাইরেন বাজার শব্দ শুনে চোর দুজন পালিয়ে যায়। নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এমন ঘটনা নানান প্রশ্নের জন্ম দিচ্ছে।