ঝিনাইদহে শত্রু  যখন জমির ফসল

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের মাঠে ২ শতাধিক কলাগাছ ও ৩ শতক জমির ভুট্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কলাচাষি আব্দুস সালাম মিন্টু জানান, সোমবার রাতে কে বা কারা আমার প্রায় দেড় শতাধিক ও আমার চাচা তৈয়ব হোসেনের প্রায় ৫০টি কলাগাছ কেটে দিয়েছে। এতে আমার প্রায় ৪০/৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ কাজের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি আরও জানান, এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করবো। আরেক ভুক্তভোগী ভুট্টাচাষি মঞ্জুর হোসেন জানান, আমার প্রায় ৩ শতক জমির ভুট্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আমার প্রায় ৫/৬ হাজার টাকার ক্ষতি হয়েছে। কি কারণে ফসলের গাছ কাটা হলো সেটাও তারা জানেন না বলে জানান। তবে, এ রকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য ভুক্তভোগী চাষিরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a comment