ইবিতে তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা তৃতীয় দিনের মতো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত জি ও বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার জি ও ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দুই শিফটে জি এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাকি দুই শিফটে ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জি ইউনিটে ৩শ আসনের বিপরীতে ৮ হাজার ৪২৭ এবং ডি ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে ১২ হাজার ২৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। আজ বুধবার বিজ্ঞান অনুষদভুক্ত ই এবং গণিত ও পরিসংখ্যান বিভাগভুক্ত এফ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।

এইচ সি ইউনিটের ফল প্রকাশ: আইন ও শরিয়াহ অনুষদভুক্ত এইচ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিজ নিজ ইউনিট সমন্বয়কারী উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট তার কার্যালয়ে এ ফলাফল হস্তান্তর করেন। ভর্তি পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।