প্যাথেডিনসহ মিন্টু ও গাঁজাসহ তোজাম্মেল পাকড়াও

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পৃথক দুটি গ্রাম থেকে দুজন মাদককারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দুজনের মধ্যে একজনের নিকট থেকে উদ্ধার হয়েছে ৯৫ গ্রাম গাঁজা ও অপরজনের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ৪ অ্যাম্পুল প্যাথেডিন। গতকাল রোববার পৃথক সময়ে পৃথক স্থান থেকে আটকের পর মামলাসহ গতকালই সদর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় চুনুরিপাড়ার মৃত রমজান আলীর ছেলে আসাদুল হক মিন্টু দীর্ঘদিনের চিহ্নিত মাদকপাচারকারী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকাল ১১টার দিকে চুনুরিপাড়ায় অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিন্টুকে ৪ অ্যাম্পুল ঘুমের ইনজেকশনসহ আটক করে ডিবির ওই দল। ঘুমের ইনজেকশন নেশাখোরদের মাঝে বিক্রির জন্য সে অপেক্ষায় ছিলো। অপরদিকে চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের ডিহিকৃষ্ণপুর গ্রামের মৃত মুনছুর মণ্ডলের ছেলে তোজাম্মেল হককে ডিবির একটি টিম আটক করে। ডিবি বলেছে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৯৫ গ্রাম গাঁজা।

Leave a comment