সাবেক সেনা সদস্যকে অজ্ঞান করে দেড় লাখ টাকা নিয়ে চম্পট

চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী এলাকায় অজ্ঞান পার্টির অপতৎপরতা বৃদ্ধি

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুর গাংনীর কুঞ্জনগর হুদাপাড়ার মজিবর রহমান (৪৫) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দেড় লাখ টাকা হারিয়েছেন। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় ফেরার পথে অজ্ঞান হয়। একজন অটোচালক তাকে উদ্ধার করে থানায় নেয়। মোবাইলফোনে খবর পেয়ে স্ত্রী সুবর্ণাসহ নিকটজনেরা ছুটে আসেন। মজিবর রহমানকে উদ্ধার করে সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মজিবর রহমানের জ্ঞান ফেরেনি।

স্ত্রী সুবর্ণা বলেছেন, মজিবর রহমান আর্মিতে চাকরি করতেন। অবসর নিয়েছেন। রোববার সকালে মোটরসাইকেল নিযে বাড়ি থেকে বের হন। চুয়াডাঙ্গার কোনো এক স্থানে মোটরসাইকেল রেখে বাসযোগে কালীগঞ্জের আত্মীয় বাড়ি যান। সেখান থেকে দেড় লাখ টাকা নিয়ে ফিরছিলেন। বিকেলে খবর পাই চুয়াডাঙ্গায় অজ্ঞান হয়ে পড়ে আছে। এ খবরে ছুটে এসে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসাধীন রেখেছি। অজ্ঞান পার্টির সদস্যরা নগদ টাকা হাতিয়ে নিলেও মোবাইলফোনটি নেয়নি। এ কারণেই দ্রুত খবর পেয়েছি। ওর কাছে থাকা মোবাইলফোনের মাধ্যমে পাওয়া নম্বরে ফোন করে আমাদের খবর দেয় বলেই দ্রুত ছুটে আসতে পেরেছি। তবে কোথায় কীভাবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা হারিয়েছে তা জ্ঞান ফিরলে হয়তো জানা যাবে।