বিশ্ব টুকিটাকি : সোনার অক্ষরে কোরআন লিখে নারী শিল্পীর ইতিহাস

সোনার অক্ষরে কোরআন লিখে নারী শিল্পীর ইতিহাস

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের সবচেয়ে পুরানো কোরআন নাকি লেখা হয়েছিলো ভেড়ার চামড়ার ওপর। ২০১৫ সালে সেই কোরআনের পাণ্ডুলিপির খোঁজ মেলে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানায়। প্রথম কোরআনের খোঁজ মেলায় হইচই পড়ে গিয়েছিলো সে সময়। 1480601881এবার আরও একবার খবরের শিরোনাম হয়েছে পবিত্র কোরআন শরীফ। কোরআনকে নতুনভাবে লিখে ইতিহাস গড়লেন আজারবাইজানের নারী শিল্পী তুনজালে মেমেদজাদে। প্রায় ৩ বছর সময় নিয়ে ১৬৪ ফুটের স্বচ্ছ কালো সিল্কের ওপর সোনা ও রুপা দিয়ে নিপুণ হাতে কোরআন লিখেছেন তিনি। সিল্কের ওপর সোনার অক্ষরে কোরআন এই প্রথম লেখা হলো বলে জানান ৩৩ বছরের এই শিল্পী। ১১ দশমিক ৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কোরআনের অক্ষরে লেখা হয়েছে সোনা ও রুপা দিয়ে। প্রত্যেকটি অক্ষরে নিজের হাতে লিখেছেন মেমেদজাদে। এ কোরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে চারুলিপির শৈল্পিক নৈপুণ্য। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স, দিয়ানেট থেকে প্রকাশ পেয়েছে এ কোরআনের প্রথম সংস্করণ। এ বিষয়ে মেমেদজাদে জানান, কোরআনেই সিল্কের কথা উল্লেখ রয়েছে। তাই সিল্ক দিয়ে কোরআনের অক্ষরে তৈরি ধর্মীয় অনুভূতিতে কোনো ধরনের আঘাত করেনি।

ইন্দোনেশিয়ায় পাপুয়াপন্থি বিক্ষোভ দমনে জল কামান ব্যবহার

মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ায় গতকাল বৃহস্পতিবার পাপুয়ার সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহার করেছে। এ অঞ্চলে জাকার্তার শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভ চলাকালে অনেককে আটক করা হয়। পাপুয়ার ১৯৬১ সালের স্বাধীনতা ঘোষণার বার্ষিকী পালনে জাকার্তায় প্রায় দেড়শ বিক্ষোভকারী সমাবেশ করে। এর দুবছর আগে ইন্দোনেশিয়া সাবেক উপনিবেশিক শাসক নেদারল্যান্ডের কাছ থেকে এ অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করে। বিদ্রোহীরা তার পর থেকেই জাকার্তার শাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে। কেন্দ্রীয় সরকার সামরিক ও পুলিশ বাহিনী দিয়ে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এ অঞ্চলের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সেখানে বিক্ষোভকারীরা ‘পাপুয়া মুক্ত’ এমন কথা বলে শ্লোগান দেয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ব্যাপক অভিযান শুরু করে। পুলিশের বাধা উপেক্ষা করেই বিক্ষোভকারীরা নানা শ্লোগান দিতে থাকে। সেখানে বিক্ষোভে অংশ নেয়া লোকজনের অধিকাংশ ফ্রি পাপুয়া অর্গানাইজেশন অ্যান্ড দি পাপুয়া স্টুডেন্ট অ্যালায়েন্সের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ট্রাম্পের প্রশাসনে আরও এক ভারতীয় বংশোদ্ভূত নারী

মাথাভাঙ্গা মনিটর: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে স্থান পেলেন ডা. সিমা বর্মা নামে আরেক ভারতীয় বংশোদ্ভূত নারী। তাকে স্বাস্থ্যসেবা খাতের দায়িত্ব দেয়া হবে। এর আগে ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালেকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ দেয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মঙ্গলবার কংগ্রেজম্যান টম প্রাইজের নাম ঘোষণার পাশাপাশি ট্রাম্প ডা. সিমা বর্মাকেও স্বাস্থ্যসেবা খাতের গুরুত্বপূর্ন এ দায়িত্ব দেন।

তামিলনাড়ুতে কারখানায় আগুন : নিহত ১০

মাথাভাঙ্গা মনিটর: ভারতের তামিলনাড়ুতে একটি বিস্ফোরক কারখানায় আগুন লেগে অন্তত ১০ নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তামিলনাড়ুর মুরুগাপাতিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন সূত্রপাত প্রথমে কারখানার একটি উৎপাদন উইংসে হয়। এরপর সেটি অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে। কারখানাটিতে ১৫টি ছোট ইউনিট আছে যেগুলো বিস্ফোরক উৎপাদন করেন। পুলিশ বলছে, ওই এলাকায় বৃষ্টিপাত হওয়ায় উদ্ধার কাজ পুরোদমে করা যাচ্ছে না। ২৫ বছর ধরে অনুমোদনপ্রাপ্ত কারখানটি বিস্ফোরক উৎপাদন করছে বলে জানিয়েছে পুলিশ।

যুক্তরাষ্ট্রে দাবানলে জনের প্রাণহানি

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পার্বত্য পর্যটন এলাকায় দাবানলে সাত জনের প্রাণহানি হয়েছে। এতে কয়েকশো স্থাপনা বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। টেনেসির পূর্বাঞ্চলে প্রায় এক দশকের ভয়াবহ খরায় শুকিয়ে যাওয়া গাছপালা ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে ওই এলাকায় দুটি পর্যটন শহর হুমকির মুখে পড়েছে।

তিনজন মিলে সন্তানের জন্ম দিতে পারবেন

মাথাভাঙ্গা মনিটর: এখন থেকে তিনজন মিলে একটি শিশুর জন্ম দিতে পারবেন বলে জানালেন যুক্তরাজ্যের  বিজ্ঞানীরা। থ্রি পেরেন্ট পদ্ধতিতে সন্তান জন্মদানের পদক্ষেপ গত বছর যুক্তরাজ্যে বৈধতা দেয়া হলেও বাস্তবায়ন হবে আগামী মাস থেকে। নতুন প্রযুক্তিকে এই প্রযুক্তি ব্যবহার করে বিরল জেনেটিক ত্রুটি মায়েরাও আইভিএফ প্রক্রিয়ার সময় অন্য নারীর সাথে তার ত্রুটিপূর্ণ মাইটোকন্দ্রিয়াল ডিএনএ প্রতিস্থাপন করে সুস্থ-সবল শিশুর জন্ম দিতে সক্ষম হবেন বলে জানান গবেষকরা। তারা জানান, যার শরীরে মাইটোকন্ড্রিয়াজনিত কোনো ত্রুটি নেই৷ আসলে ভ্রুণের মাইটোকন্ড্রিয়ায় ত্রুটি থাকলে হৃৎপিণ্ড, যকৃত, চোখ, পেশিতন্ত্র বা মস্তিষ্কে বড় ধরনের জটিলতা বা অসুস্থতা নিয়ে জন্ম নিতে পারে একটি শিশু।

Leave a comment