চুয়াডাঙ্গা শিশু-কিশোঁর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শিশু-কিশোঁর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা গতকাল বৃহস্পতিবার ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা শিশু-কিশোঁর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি সায়মা ইউনুস। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা পরিকচালক সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামানের সঞ্চালনায় সভার কার্যক্রম সম্বলিত রেজুলেশন, গঠনতন্ত্র অনুমোদন, নির্মাণকালীন আয়-ব্যয়ের হিসাব, ব্যাংক একাউন্ট খোলা এবং পরিচালনা করা ও প্রতিষ্ঠানটি সার্বিকভাবে গতিশীল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় পরিচালনা পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় যে সকল সদস্য উপস্থিত ছিলেন তাদের সকলেই এ প্রতিষ্ঠানটি নির্মাণ বিষয়ে মেধাদিয়ে, শ্রমদিয়ে ও বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেন বলে এ প্রতিষ্ঠানটির সভাপতি ও পরিচালক সকল সদস্যকে ধন্যবাদ জানান। ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ সম্বলিত চুয়াডাঙ্গা শিশু-কিঁশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি ও পরিচালক ছাড়াও সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক আঞ্জুমান আরা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সদর উপজেলা অ্যাসিল্যান্ড পুলক কুমার মন্ডল, চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহবায়ক মজিবুল হক মালিক মজু, চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্র ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার ও চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোক্তা সহকারী প্রধান প্রশিক্ষক সাংবাদিক ইসলাম রকিব। সভায় আলোচনান্তে সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস সভার কার্যক্রম শেষ করেন।