স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ কোম্পানির ওষুধ বিক্রি ও মজুদ রাখার অপরাধে এক ফার্মেসি মালিককে জেল-জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ফার্মেসি মালিক আরিফ হোসেন ইসলামপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়ার আরিফ মেডিকেল হলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালতসূত্রে জানা গেছে, আরিফ মেডিকেল হলে মঙ্গলবার দুপুরে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে বিভিন্ন কোম্পানির ৭ বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ, নিষিদ্ধ কোম্পানির ৩ ধরনের এক কার্টন ওষুধ ও এক কার্টন ফিজিশিয়ান স্যাম্পুল জব্দ করে পুলিশ। পরে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মো. তরিকুল ইসলাম অভিযুক্ত ফার্মেসি মালিক আরিফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদ- দেন। উপস্থিত ছিলেন ড্রাগ সুপার সুকর্ণ আহমেদ ও সদর থানার ওসি তোজাম্মেল হক। এ সময় জব্দকৃত ওষুধে থানা চত্বরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।