মাথাভাঙ্গা মনিটর: ফিফার সর্বশেষ প্রকাশিত ৱ্যাঙ্কিঙে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আর ব্রাজিলের উন্নতি হলেও আর্জেন্টিনার পেছনেই রয়েছে তারা। অপরদিকে ৱ্যাঙ্কিঙে পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ২৪ নভেম্বর প্রকাশিত ফিফার ৱ্যাঙ্কিঙে দেখা যায়, বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ কলম্বিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ফলে ১৬৩৪ পয়েন্ট নিয়ে ৱ্যাঙ্কিঙের শীর্ষ স্থানটি দখলে রেখেছে আর্জেন্টিনা।
অন্যদিকে ধারাবাহিক সাফল্যে এক ধাপ উন্নতি হয়েছে ব্রাজিলের। জার্মানিকে একধাপ পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নেইমাররা। তাদের স্কোরবোর্ডে জমা রয়েছে মোট ১৫৪৪ পয়েন্ট।
এদিকে এএফসি এশিয়ান কাপে ভুটানের কাছে লজ্জাজনক হারের পরও ৱ্যাঙ্কিঙে কিছুটা উন্নতি ঘটেছে বাংলাদেশের। তবে এক্ষেত্রে কোনো নিজেদের কোনো পারফরম্যান্সের সুবাদে নয় বরং প্রতিপক্ষ দলগুলো খারাপ খেলার কারণেই ৱ্যাঙ্কিঙে উন্নতি হয়েছে বাংলাদেশের। সদ্য প্রকাশিত ৱ্যাঙ্কিঙে অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৮৩তম স্থানে। আগে ছিল ১৮৮তম।