দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে কাজ করতে হবে

কার্পাসডাঙ্গা যুব উন্নয়ন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় এমপি টগর

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা যুব উন্নয়ন ক্লাবের ১ম প্রতিষ্ঠা বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার ক্লাব চত্বরে আলোচনাসভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এমপি বলেন, দেশে বর্তমান সুষ্ঠ পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার মানুষের ভাগ্যে উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়িত করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী ১০ টাকা মূল্যে চাল দেয়া হচ্ছে দুস্থ মানুষদের। ক্লাব সংগঠনের কাজ হচ্ছে আলোকিত সমাজ গঠন ও সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাই আসুন দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে কাজ করি। সংগঠনের সভাপতি শরীফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, উপজেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্র, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি শওকত আলী তরফদার, সম্পাদক নজীর আহম্মদ, আলী মুনসুর বাবু, আ.লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস, লুৎফর রহমান, শওকত আলী, মিন্টু বিশ্বাস, সৈয়দ আলী, আব্দুল হাকিম, মনিরুজ্জামান মন্টু, সমির আলী, যুবলীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস, জাহিদুর রহমান মুকুল, আশাদুল হক, মধু বিশ্বাস, মঞ্জুর রাশেদ তুহিন, আক্তার হোসেন, কামাল হোসেন, ছাত্রলীগ নেতা শিরিন, জাফর, সাদি, সানোয়ার, শোভন, ডালিম, শেখ শাহিন, মেশকাত প্রমুখ।

 

Leave a comment