বিশ্ববিদ্যালয় হচ্ছে সমাজ বদলের শক্তিশালী হাতিয়ার : স্পিকার
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিক্ষা সমাজের আত্মা এবং বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে জ্ঞানদানের কেন্দ্রবিন্দু যা সমাজ বদলের সর্বাপেক্ষা শক্তিশালী হাতিয়ার। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়সমূহ জ্ঞান ও ন্যায়ভিত্তিক সমাজ তথা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। স্পিকার গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন। প্রতিষ্ঠার অর্ধশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জ্ঞান বিতরণ এবং প্রাজ্ঞ ও প্রতিভাবান ব্যক্তিত্বের জন্ম দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ব সম্প্রদায়ের অংশে পরিণত হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে-বিদেশে কাজ করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সুবর্ণজয়ন্তী বক্তৃতা করেন ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই পুলিশ কনস্টেবল রিমান্ডে
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাওরান বাজারে ডিম ব্যবসায়ীর ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার দুই কনস্টেবলকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত শনিবার ঢাকার মহানগর হাকিম ফরাসুজ্জামান আনসারীর আদালতে তাদের হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেয়া দুই পুলিশ সদস্য হলেন— লতিফুজ্জামান ও রাজেকুল খন্দকার। গত শুক্রবার ভোরে কাওরান বাজার থেকে টাকা ছিনতাইয়ের সময় এই দুই পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দেয় জনতা। পরে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আব্দুল বাসির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের রিমান্ডে নেয়া হয়েছে।
হিজবুত তাহরির লিফলেটসহ রাবির ২ শিক্ষার্থী আটক
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সোনাদিঘীর মোড় এলাকা থেকে হিজবুত তাহরির লিফলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আকটকৃত হিজবুত তাহরির দুই সদস্য হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আবদুল মতিন (২৩) ও মাগুরার শ্রীপুরের সব্দালপুর এলাকার রাসেদ শেখের ছেলে এবং রাবির দর্শন বিভাগের ছাত্র মামুনুর রশিদ (২২)। তিনি ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গির চড়তা এলাকার আনিছুর রহমানের ছেলে। পরে তাদের দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে খুন
স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে স্ত্রী ও তার কথিত প্রেমিকের হাতে খুন হলেন ইলেকট্রিক মিস্ত্রি স্বামী আবদুল বাতেন ওরফে খোকন (৩৪)। গতকাল শনিবার ভোরে নগরীর হালিশহর থানার বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চার সন্তানের জননী স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও তার কথিত প্রেমিক আলাউদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত খোকন একজন ইলেকট্রিক মিস্ত্রি। সাবেক স্বামীর দুই সন্তানসহ জেসমিনকে বিয়ে করেন তিনি। খোকনের সংসারে জন্ম হয় আরও দুই সন্তান। জেসমিন এরই মধ্যে আলাউদ্দিন নামে আরেক ব্যক্তির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুক্রবার রাতে বাসায় ফিরে খোকন তার স্ত্রীর সাথে আলাউদ্দিনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে জেসমিন ও তার কথিত প্রেমিক আলাউদ্দিন মিলে খোকনকে মারধর করে। এক পর্যায়ে বাতেনের অণ্ডকোষ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে।
আসামে বিপ্লবীদের হামলায় ৩ ভারতীয় সৈন্য নিহত : আহত ৪
মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম প্রদেশে বিপ্লবীদের হামলায় ৩ ভারতীয় সৈন্য আহত ও ৪ জন নিহত হয়েছেন। ভারতের আসাম প্রদেশের গাওহাটি শহর থেকে ছয়শ কিলোমিটার দূরে পেংগেরি বনাঞ্চলের নিকটে শনিবার সকালে এই হামলা করা হয়। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও আসামের স্বাধীনতাকামী বিপ্লবী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামকে দায়ী করছে সেনাবাহিনী। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানায়, বিপ্লবীরা ঘরে বানানো বোমার সাহায্যে হামলা চালিয়ে একটি আর্মি জিপ ও ট্রাক আটকায়। এরপর সেখানে রকেট চালিত গ্রেনেড এবং একে-৪৭ বন্দুক দিয়ে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। ৪ জন সৈন্যকে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে হেলিকপ্টারে করে নিকটস্থ সামরিক স্থাপনায় অবস্থিত হাসপাতালে নিয়ে আসা হয়। দীর্ঘদিন ধরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীনতার জন্য লড়াই করছে বেশ কিছু বিপ্লবী গোষ্ঠী। এই অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে বেশ তৎপর রয়েছে তারা। পরেশ বড়ুয়ার নেতৃত্বে তারা ভারতের চীন ও মিয়ানমার সীমান্ত আশ্রয় নিয়ে এই হামলা চালাচ্ছে। গত সপ্তাহে তারা একটি চা কোম্পানির ট্রাক জব্দ করে সেখানে থাকা অর্থ লুট করে এবং একজনকে গুলি করে হত্যা করে।
সৌদিতে নতুন ভিসা ফি লাখ টাকারও বেশি
মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবে এক বছরের ভিসা ফি পাঁচ হাজার এবং দুই বছরের ফি আট হাজার রিয়েল নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ১ রিয়াল সমমান ২০ দশটি ৭৮ টাকা হিসেবে যথাক্রমে এক লাখ হাজার ৩৯০০ টাকা এবং এক লাখ ৬৬ হাজার ২৪০ টাকা। গত বৃহস্পতিবার সৌদির সর্বোচ্চ কাউন্সিলে নতুন ভিসা ফি অনুমোদন করা হয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এখন থেকে সর্বোচ্চ দুই বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন। এতে ব্যবসায়ীরা প্রয়োজনমতো বারবার সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। এর আগে দেশটিতে মাল্টিপল ভিসার মেয়াদ ছিলো এক বছর। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ভিসা কনসালটেন্ট বার্তা সংস্থা জানিয়েছেন, নতুন ফি অনুযায়ী এক বছর বা দুই বছরের ভিসার জন্য যথাক্রমে পাঁচ হাজার ও আট হাজার রিয়েল দিতে হবে। তবে একবার সৌদি আরবে প্রবেশের জন্য দুই হাজার রিয়াল দিতে হবে বলে জানান ওই কর্মকর্তা।
ইরাকে বিয়েবাড়িতে গাড়ি বোমা হামলায় নিহত ৪০
মাথাভাঙ্গা মনিটর: ইরাকের আমিরিয়াত আল ফাল্লুজাহতে এক পুলিশ কর্মকর্তার বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও আরো অন্তত ৬০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার ফাল্লুজাহ থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের দাবি, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) এই হামলার জন্য দায়ী। সূত্রের খবরে প্রকাশ, আমিরিয়াত আল ফাল্লুজাহ সরকার সমর্থিত সুন্নি উপজাতিদের এলাকা। এখানে গত দুই বছরেরও বেশি সময় ধরে আইএসআইএলের বিরুদ্ধে লড়াই করেছে ওই সুন্নি উপজাতি। গত জুনে তারা আইএসআইএলকে ওই এলাকা ছাড়া করে।
২০১৭ সালেই বাজারে ফিরছে নোকিয়া
মাথাভাঙ্গা মনিটর: স্মার্টফোনের বাজারে আবারো ফিরছে জনপ্রিয় মোবাইল কোম্পানি নোকিয়া। ২০১৭ সালে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ফিরবে বহুল জনপ্রিয় এই মোবাইল ব্র্যান্ড। গত মঙ্গলবার বিনিয়োগকারীদের জন্য আয়োজিত তৈরি করা একটি স্লাইডে বিষয়টি নিশ্চিত করেছে। মোবাইলফোন সংশ্লিষ্ট সংবাদের ওয়েবসাইট সেই স্লাইডের বরাত দিয়ে শুক্রবার জানিয়েছে, স্মার্টফোনের বাজারে ফিরছে নোকিয়া। খবরে প্রকাশ ২০১৭ সালের এপ্রিলের মধ্যে আসন্ন নোকিয়া ডিভাইসটির নাম হবে ডি ওয়ান সি যেটি অ্যান্ড্রয়েড সেভেন (নোগাট) অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে। নোকিয়া ডি ওয়ান সিতে ৪৩০ স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৩ জিবি র্যাম সংযুক্ত করা হবে।