দেশের টুকিটাকি : মাস্টার্স ১ম পর্ব ভর্তির মেধা তালিকা প্রকাশ আজ

মাস্টার্স ১ম পর্ব ভর্তির মেধা তালিকা প্রকাশ আজ

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের বিষয় ভিত্তিক প্রশম মেধা তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে। পরীক্ষার ফল এসএমএস এর মাধ্যমে বেলা ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU<space>ATMP<space>ROLL No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টায় ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admission.nu.edu.bd থেকে জানা যাবে।

ফাঁদ পেতে বন্যহাতি হত্যা : আটক ১

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিদ্যুতের ফাঁদ পেতে একটি বন্যহাতিকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার ভোররাতে পদুয়া ইউনিয়নের হরিহর ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হাতিকে গর্তে লুকানোর চেষ্টাকালে বুধবার সন্ধ্যায় ১ জনকে আটক করা হয়েছে। তবে ঘটনার মূলহোতা স্থানীয় ইউপি মেম্বার মো. করিম পলাতক রয়েছেন।

ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রের  ৪৫ তম প্রেসিডেন্টনির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। গত বুধবার এক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র শান্তি ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, ডোনাল্ড ট্রাম্পের সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো সম্প্রসারিত হবে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে আগামী ৪ বছরের জন্য আমেরিকার  প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ট্রাম্প নির্বাচিত হওয়ায় বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে না : এফবিসিসিআই সভাপতি

স্টাফ রিপোর্টার: ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে বিশ্বজুড়ে বাণিজ্যে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ বলেছেন, এর প্রভাব বাণিজ্যে পড়ার আশঙ্কা নেই বরং সরকার পরিবর্তনের ফলে আমরা কিছু পেতে পারি কী না তা ভেবে দেখে যেতে পারে। গতকাল বুধবার বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে যুক্তরাষ্ট্রসহ এশিয়া, ইউরোপের শেয়ারবাজারে ধস নেমেছে। বিশ্ব বাণিজ্যে জমেছে অনিশ্চয়তার মেঘ। তবে তাতে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেই মনে করেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় বাংলাদেশের বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার তেমন আশঙ্কা নেই। কারণ বড় দেশগুলোর ক্ষমতা পরিবর্তন হলেও তাদের অর্থনৈতিক কার্যক্রম ও দীর্ঘমেয়াদি নীতি খুব বেশি পরিবর্তন হয় না। মাতলুব আহমাদ বলেন, বারাক ওবামা সরকার থাকাকালেও আমরা জিএসপি পাইনি। তাই আমাদের হারানোর কিছু নেই। বরং সরকার পরিবর্তন হওয়ায় আমরা কিছু পেতে পারি কীনা তা ভেবে দেখা দরকার। সভায় প্রতিনিধি দলের প্রধান ও সিআইআই ইআর ইনভেস্টমেন্ট টাস্ক ফোর্সের চেয়ারম্যান অরুণ মিশ্র এবং এফবিসিসিআইয়ের পরিচালকবৃন্দ বক্তব্য রাখেন।

মগবাজারে বাসায় ঢুকে নারীকে গলাকেটে হত্যা

স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজার মধুবাগের উজ্জীবন গলির ই-৮ নম্বর বাসা থেকে গতকাল মঙ্গলবার রাতে ডলি রানী বণিক (৪৬) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময়ে দুর্বৃত্তরা বটি দিয়ে গলা  কেটে ওই নারীকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। নিহত ডলি বণিক দুই ছেলে জুয়েল বণিক আর দীপ্ত বণিককে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। ডলির বড় ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েন। ছোট ছেলে এবার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তালিকায় রয়েছেন। ছোট ছেলে দীপ্ত বণিক জানান, তিনি দুপুরে বাসা থেকে বের হন। তার ভাইও একই সময়ে বাসা থেকে বের হন।  সন্ধ্যায় বাসায় ফিরে দরজায় শব্দ করলেও ভেতর থেকে তার মা দরজা খুলছিলেন না। এরপরই তিনি বাড়ি ছাদ বেয়ে বেলকনি দিয়ে বাসায় ঢুকে রক্তাক্ত মাকে পড়ে থাকতে দেখেন।

 

Leave a comment