টিপ্পনী:

খবর:(দামুড়হুদায় বাঁধে ছেয়ে গেছে মাথাভাঙ্গা নদী)

নদীর বুকে বাঁধ দিয়েছো
মাছ নিয়েছো ধরে,
হায়রে দশা খারাপ দশা
যাচ্ছে নদী মরে।

বড় নদী এখন যেন
একটা মরা খাল
কতেক মানুষ সকাল বিকেল
ফেলছে ঘাটে ডাল।

যারা নদী ফেলছে ঘিরে
মানুষ তো নয় বিচ্ছু
বছর বছর এ কাজ করে
হয় না ওদের কিচ্ছু।

কারণ আছে নদীর এ মাছ
স্যারের বাড়ি যায়
বাঁধ দেয়াদের জনমজুড়ে
হয় না কিছু তাই।

-আহাদ আলী মোল্লা